News71.com
 Bangladesh
 07 Jan 24, 12:23 PM
 274           
 0
 07 Jan 24, 12:23 PM

মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা॥

মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা॥

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জ-৩ আসনের মিরকাদিমে ঝিল্লুর নামে এক নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মিরকাদিমের টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে।  নিহত জিল্লুর রহমান (৪৫) টেঙ্গর এলাকার শরীতুল মুন্সীর ছেলে। তিনি এই আসনে নৌকার প্রার্থী প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক। পুলিশ সুপার আসলাম খান বলেন, ভোট কেন্দ্রের সামনে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। স্থানীয়রা জানান, সকালে টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ে জিল্লুর রহমানের সঙ্গে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারীদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন