News71.com
 Bangladesh
 19 Jan 24, 08:52 PM
 290           
 0
 19 Jan 24, 08:52 PM

তিন দিনেও উদ্ধার হয়নি যাত্রী ও যানবাহনসহ পদ্মায় ডুবে যাওয়া ফেরি॥

তিন দিনেও উদ্ধার হয়নি যাত্রী ও যানবাহনসহ পদ্মায় ডুবে যাওয়া ফেরি॥

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা গত তিন দিনেও উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে আসলেও এখনও উদ্ধারের মুলকাজ শুরু করতে পারেনি। এদিকে এখনও কোনো খোঁজ মেলেনি ডুবে যাওয়া জাহাজের সহকারি চালক হুমায়ন কবিরের। উদ্ধার অভিযান নিয়ে নিখোঁজ ব্যক্তির পরিবার ও ফেরিতে থাকা ডুবে যাওয়া ট্রাক মালিকরা ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনার প্রথম ও ২য় দিন মিলে মোট তিনটি ট্রাক উদ্ধার হলেও তৃতীয় দিন আর হদিস মিলেনি বাকিগুলোর ।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার সকাল আটটার দিকে ছোট-বড় নয়টি ট্রাক নিয়ে নোঙ্গর অবস্থায় ডুবে যায় ফেরি রজনীগন্ধা। ঘটনার প্রথম দিনে উদ্ধারকারী জাহাজ হামজা ফেরি থেকে ভেসে যাওয়া দুইটি কার্ভাড ভ্যান উদ্ধার করে। পরের দিন রুস্তম নামের আরেকটি জাহাজ আরেকটি ট্রাক উদ্ধার করে। তৃতীয় দিন উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের জন্য অপেক্ষা করলেও দুপুরের দিকে উদ্ধার অভিযানে প্রত্যয় মুল কাজ শুরু করতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন