News71.com
 Bangladesh
 04 Feb 24, 07:22 PM
 333           
 0
 04 Feb 24, 07:22 PM

জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষন॥ আটক ছাত্রলীগ নেতাসহ ৪ জন পুলিশ রিমান্ডে

জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষন॥ আটক ছাত্রলীগ নেতাসহ ৪ জন পুলিশ রিমান্ডে

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আশুলিয়া থনার মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর আসামিরা হলেন- সাব্বির হাসান, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামান। রোববার তাদেরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন বেলা ৫টার দিকে তাদেরকে আদালতে আনা হয়। এ সময় তাদেরকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন