নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরিপুরে ট্রাকচাপায় তিথি পাল নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আকের ছাত্রী। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (১৩ জানুয়ারি) সকালে সহপাঠীর সঙ্গে কোচিংয়ে যাচ্ছিল মধ্যবাজার চালমহাল এলাকার তিথি পাল। এ সময় বালুভর্তি একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিথি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তার সহপাঠী রূপা চক্রবর্তীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে যায়। এদিকে সহপাঠী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলটির শিক্ষার্থীরা। ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। নিহত তিথি গৌরিপুর পাইলট গার্লস হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।