News71.com
 Bangladesh
 25 Feb 18, 10:04 AM
 1291           
 0
 25 Feb 18, 10:04 AM

রাজশাহীর পুঠিয়ায় অস্ত্র বোমাসহ ৩ জেএমবি সদস্য আটক।

রাজশাহীর পুঠিয়ায় অস্ত্র বোমাসহ ৩ জেএমবি সদস্য আটক।

নিউজ ডেস্কঃ রাজশাহীর পুঠিয়ায় পিস্তল, বোমা, গান পাউডার ও জিহাদি বইসহ জেএমবির তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার জামিরা এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৫ রাজশাহীর একটি দল।আজ রোববার সকালে র্যাব-৫ এ তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে বলেও জানিয়েছে এ বাহিনী।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুঠিয়ার জামিরা গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় পিস্তল, বোমা, গান পাউডার ও জিহাদি বইসহ ওই তিন জেএমবি সদস্যকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন