News71.com
 Bangladesh
 21 Apr 18, 08:29 AM
 1139           
 0
 21 Apr 18, 08:29 AM

নাটোরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু।।

নাটোরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ নাটোরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আহত হয়ে বৃদ্ধা মা জহুরা বেগম (৫৫) মারা গেছেন।এই ঘটনায় ছেলে জমির উদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।এরআগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় ছেলের লাঠির আঘাতে আহত হন জহুরা বেগম। নিহত জহুরা ওই গ্রামের মৃত এরশাদ আলীর স্ত্রী এবং জমির তার ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, নেশার টাকা নিয়ে গত রাত ১১টার দিকে নেশাগ্রস্ত ছেলে জমির উদ্দিনের সাথে মা জহুরার ঝগড়া হয়।এক পর্যায়ে ছেলে জমির লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে গুরুতর জখম হন। এসময় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তার মৃত্যু হয়।ওসি আরও জানান, আজ দুপুর ১২টার দিকে ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তেও জন্য নাটোর মর্গে পাঠানো হয়। এই ঘটনায় জহুরার মেয়ে সফুরা বেগম বাদি হয়ে দুপুরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন