নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছে। আজ ভোর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ডাকাতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,একটি পিস্তলের ম্যাগাজিন,চারটি গুলি,একটি চাইনিজ কুড়াল ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় র্যা বের চারজন সদস্য আহত হয়েছেন। র্যা ব সূত্রে জানা যায়,আজ সোমবার রাত দেড়টার দিকে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া আড়গাড়া রোডে র্যা বের সঙ্গে একদল ডাকাতের বন্দুকযুদ্ধের সময় দুইজন ডাকাত গুলিবিদ্ধ হয় এবং তিন-চারজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। গুলিবিদ্ধ দুই ডাকাতকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।