News71.com
 Bangladesh
 23 Apr 18, 11:16 AM
 1267           
 0
 23 Apr 18, 11:16 AM

শিবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী এনামুল হকের গণসংযোগ ও পথসভা  

শিবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী এনামুল হকের গণসংযোগ ও পথসভা   

ব্রিগে. জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হকের গণসংযোগ ও পথসভা

নিউজ ডেস্কঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ব্রিগে. জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক। সোমবার দিনব্যাপি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। সকাল ১০টায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ ও অংসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনাকষা ঈদগাহ্ মোড়ে অবস্থিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. মইনুদ্দীন আহমেদ (মুন্টু ডাক্তার) এর কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত শেষে গণসংযোগ শুরু করেন।

মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান মধু’র সভাপতিত্বে মনাকষা বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় এবং পথসভা হয়। তার সাথে উপস্থিত ছিল মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সারওয়ার জামান ( শেরফান), স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহাদাত হোশেন  দুর্লভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃসিরাজউদ্দোলা সিরাজ মাস্টার, আদিনা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাঃ কামরুল আহসান ( আপেল) মনাকষা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সর্বসাধারন।  পথসভায় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক বলেন, নেত্রীর নির্দেশে আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে নৌকার পক্ষে প্রচার অভিযানে আপনাদের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছি। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জঙ্গি, সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা ও মাদক মুক্ত দেশ গড়তে সুসংগঠিত গণতান্ত্রিক পদ্ধতিতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। মনাকষা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পথাসভা হয়।

 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন