নিউজ ডেস্কঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক কোটি ৬৯ লাখ ৫২ হাজার ৬০ টাকার বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৭৬০ টাকা এবং মোট উদ্বৃত্ত রাখা হয়েছে দুই লাখ ৮০ হাজার ৩০০ টাকা। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী টিপু। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সচিব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার পর সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার বলেন,এবারের বাজেটে নতুন কোনো করারোপ ছাড়াই স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি এবং কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করছি এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে অত্র ইউনিয়ন পরিষদের সকল কর্মকাণ্ড থেকে ইউনিয়নবাসী উপকৃত হবে।