News71.com
 Bangladesh
 12 Mar 21, 10:52 AM
 677           
 0
 12 Mar 21, 10:52 AM

বগুড়ায় ছেলের সামনে ট্রাকচাপায় মায়ের মৃত্যু।।

বগুড়ায় ছেলের সামনে ট্রাকচাপায় মায়ের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ রাস্তা পার হতে গিয়ে ছেলের চোখের সামনেই দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে খোদেজা বেগম নামে (৫০) এ নারীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত রাত সোয়া ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজা বগুড়া জেলার শেরপুর উপজেলার আরছনগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, বগুড়া রোডে আতিয়া হোটেলের সামনে ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন খোদেজা। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ছেলের চোখের সামনে মারা যান মা খোদেজা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন