নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক হওয়া ভাই-বোনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে তাদের সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্রীখোলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন, উপজেলার এনায়েতপুর আদর্শ গ্রামের বাহাদুর রহমানের ছেলে রাসেল (২৮) ও তার বোন রাশিদা খাতুন (২৭)।
রোববার রাতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটা বড় চালান উল্লাপাড়ায় আসছে এমন খবর পেয়ে শ্রীখোলা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালে একটি বাস থেকে নেমে ওই দুই ভাই-বোন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।