News71.com
 Bangladesh
 30 Mar 21, 11:13 AM
 681           
 0
 30 Mar 21, 11:13 AM

শিবগঞ্জে পিস্তল-গুলিসহ যুবক আটক॥

শিবগঞ্জে পিস্তল-গুলিসহ যুবক আটক॥

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ কাজল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২৯ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার লহালামারী গ্রাম থেকে কাজলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজল রাজশাহীর তানোর উপজেলার দোগাছা হাপানিয়া গ্রামের মোঃ বিশুর ছেলে।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকার অবৈধ অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এমন খবরে সোমবার (২৯ মার্চ) রাতে শিবগঞ্জ উপজেলার লহালামারী গ্রামে অভিযান চালিয়ে কাজলকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কাজল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন