News71.com
 Bangladesh
 02 Apr 21, 07:27 PM
 672           
 0
 02 Apr 21, 07:27 PM

বগুড়ায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক॥

বগুড়ায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক॥

নিউজ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ মো. আশরাফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী মোছা. রুকছানা বেগম (৩৩) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক আশরাফুল ইসলাম ও রুকছানা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মো. ওসমান গনির ছেলে ও পুত্রবধু।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সোনাতলা পৌরসভার বোচারপুকুর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা মো. আশরাফুল ইসলাম ও তার স্ত্রী মোছা. রুকছানা বেগমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সোনাতলা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, আটক আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা এবং তার স্ত্রী রুকছানার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন