News71.com
 Bangladesh
 03 Apr 21, 10:23 PM
 716           
 0
 03 Apr 21, 10:23 PM

বগুড়ার শেরপুরে স্ত্রী-সন্তান ও পুত্রবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ॥

বগুড়ার শেরপুরে স্ত্রী-সন্তান ও পুত্রবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ॥

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলায় স্ত্রী, সন্তান ও পুত্রবধূকে হত্যার উদ্দেশে বাড়ির দরজা বন্ধ করে আগুন দেওয়ার অভিযোগ ওঠেছে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, খন্দকারপাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে নজরুল চার থেকে পাঁচ বছর আগে বরিশাল জেলায় দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রী শাহানাজ পারভীনকে কোনো খরচ না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পাঁয়তারা চালাতে থাকেন। সে সঙ্গে নানা হুমকি-ধামকি দেওয়া অব্যাহত রাখেন। এ নিয়ে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে।

এর জের ধরে শনিবার সকাল ৯ টার দিকে প্রথম স্ত্রী শাহনাজ পারভীন, ছেলে আবু নোমান ও ছেলের বউ মুক্তা আক্তারকে মারধর করতে থাকে নজরুল। একইসঙ্গে বাড়ি-ঘরে ভাঙচুর চালান। এ সময় তারা জীবন রক্ষার্থে ৯৯৯ তে ফোন দেন। এরপর শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারসহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে যায়। কিন্তু আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন নজরুল। দুপুরে নজরুল বাড়ির দরজা বন্ধ করে দিয়ে স্ত্রী-ছেলে ও পুত্রবধূকে হত্যার উদ্দেশে আগুন ধরিয়ে দেন। তাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী বাহির থেকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন