News71.com
 Bangladesh
 04 Apr 21, 11:48 AM
 687           
 0
 04 Apr 21, 11:48 AM

রমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি॥ ভোগান্তিতে রোগীরা

রমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি॥ ভোগান্তিতে রোগীরা

নিউজ ডেস্কঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। শিশু বিভাগে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুকে ঘিরে ওই শিশুর অভিভাবক ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা চালানোর ঘটনায় আজ শনিবার সন্ধ্যা থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মো. শাহনেওয়াজ সরকার মিলন জানান, শুক্রবার ১১টার দিকে পেডিয়াট্রিক বিভাগে লালমনিরহাটের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ওই শিশুর অভিভাবকরা দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসক ডা. রহমত ইমনকে মারধর করে।

খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসকসহ আনসারের সদস্যরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ইন্টার্নকে উদ্ধার করে। এ ঘটনার পর থেকে ওই বিভাগে কর্মবিরতি শুরু করে ইন্টার্নরা। এ বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা শনিবার হাসপাতাল কনফারেন্স রুমে হাসপাতাল পরিচালকের সাথে সভা করেন। সেখানে সন্তোষজনক আলোচনা না হওয়ায় শনিবার সন্ধ্যা থেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদ হাসপাতালে কর্মবিরতি শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন