News71.com
 Bangladesh
 14 Jul 22, 08:17 PM
 1218           
 0
 14 Jul 22, 08:17 PM

বড়পুকুরিয়ায় কয়লা খনিতে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু।।

বড়পুকুরিয়ায় কয়লা খনিতে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ   দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনিতে হিটস্ট্রোকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। ৩৫ বছরের সেরাজুল ইসলাম ফুলবাড়ী উপজেলার ঘুঘুমারী গ্রামের বাসিন্দা ছিলেন। বড়পুকুরিয়া কয়লা উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা সিএমসি এক্সএমসির শ্রমিক ছিলেন তিনি।

কয়লা খনি সূত্রে জানা গেছে, সেরাজুল ইসলাম বুধবার (১৩ জুলাই) রাত ১১ টা থেকে বৃহস্পতিবার সকাল সাতটার শিফটের কাজ শেষ করে তার রুমে আসে। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মীরা খনির অভ্যন্তরে অবস্থিত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খনি শ্রমিকেরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রার মধ্যে কাজ শেষে আবার টিনের ঘরে থাকার কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন। হিটস্ট্রোকে সেরাজুল ইসলামে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুলতান মাহমুদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন