নিউজ ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস থেকে ১৫৮ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলা সদরের দুবলাগাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- রংপুর জেলার কোতোয়ালী থানার মেডিক্যাল পূর্বগেট (মোহাম্মদপুর) এলাকার আশরাফুল ইসলামেরর ছেলে লিমন মিয়া (৩০) ও জেলার গংঙ্গাচড়া থানার মরনেহা গ্রামের মৃত আহের উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৮)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সদরের দুবলাগাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশ। এসময় ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের যাত্রী লিমন মিয়ার কাছে স্কুল ব্যাগে থাকা ৭৮ বোতল ও রফিকুল ইসলামের ব্যাগে ৮০ বোতলসহ মোট ১৫৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তিনি আরও জানান, আটক দুজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।