News71.com
 Bangladesh
 27 Sep 22, 02:25 PM
 2370           
 0
 27 Sep 22, 02:25 PM

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০।।

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০।।

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর ওপারে থাকা বদেশ্বরী মন্দিরে পূজা দিতে গিয়ে নৌকাডুবির ঘটনায় স্থানীয়দের সহায়তায় ৫০ জনের মরদেহ উদ্ধার করেছে প্রশাসন। এর মধ্যে ঘটনার দ্বিতীয় দিনে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী পার হতে গিয়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে। প্রথম দিনে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনভর পঞ্চগড় জেলার মাড়েয়া, দেবীগঞ্জ, দিনজপুরের বীরগঞ্জ, খানসামা থেকে আরও ২৫টি মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব মহালয়া। অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য বোদা উপজেলার মাড়েয়া এলাকায় একমাত্র ভরসা নৌকা। কিন্তু সেই নৌকায় উৎসবে মেতে উঠতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন