News71.com
 Bangladesh
 22 Aug 22, 10:23 AM
 962           
 0
 22 Aug 22, 10:23 AM

সিলেটে ডিমের আড়তসহ ১১ প্রতিষ্ঠানে জরিমানা।।

সিলেটে ডিমের আড়তসহ ১১ প্রতিষ্ঠানে জরিমানা।।

নিউজ ডেস্কঃ বেশি দাম বিক্রির দায়ে সিলেটের লালবাজারে ডিমের আড়ৎদারি ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।সেই সঙ্গে নিত্যপণ্যের দাম বেশি রাখা এবং রেস্তোরায় মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রির অপরাধে আরও সিলেটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনব্যাপী বাজার তদরকিকালে, ডিমের আড়ৎ নিত্যপণ্যের দোকান ও রেস্তোরাসহ ১১ প্রতিষ্ঠানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন সিলেটের লালবাজার, লামাবাজার এবং হাউজিং এস্টেট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্য্য করা মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি, অবৈধ প্রক্রিয়ায় পণ্যসামগ্রী উৎপাদন ও পোলট্রি ব্যবসায়ীদের পাকা রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় জরিমানা গুনতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন