News71.com
 Bangladesh
 06 Jan 24, 09:25 AM
 536           
 0
 06 Jan 24, 09:25 AM

সিলেটে চলন্ত ট্রাকে আগুন॥

সিলেটে চলন্ত ট্রাকে আগুন॥

নিউজ ডেস্ক:  বিএনপি-জামায়াতের ডাকা ২ দিনের হরতালের প্রথম দিনের মধ্যরাতে রাতে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শুক্রবার (৫ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছামাত্র আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অনেককে সড়কের দিক পরিবর্তন করে দ্রুত লালাবাজার এলাকা ত্যাগ করেন।দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যারা আগুন দিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন