News71.com
 Economy
 14 Jul 24, 09:32 AM
 57           
 0
 14 Jul 24, 09:32 AM

শেয়ার বাজারে সক্রিয় হচ্ছেন নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা॥

শেয়ার বাজারে সক্রিয় হচ্ছেন নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা॥


নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে নিষ্ক্রিয় থাকা বিনিয়োগকারীরা আবার সক্রিয় হচ্ছেন। এতে বাজার কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে লেনদেনে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ চিত্র দেখা যায়। গত সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে প্রায় ৪ হাজার নিষ্ক্রিয় বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব সক্রিয় হয়েছে। অর্থাৎ, নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করেছেন। ফলে শেয়ার-শূন্য বিও হিসাবের সংখ্যা কমেছে। শেয়ার বাজারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএলের তথ্য বলছে, গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ার আছে এমন বিও হিসাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬ হাজার ১৬৮। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে, অর্থাৎ ৪ জুলাই এই সংখ্যা ছিল ১৩ লাখ ২ হাজার ৩৪৬। সেই হিসাবে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ার আছে এমন বিও হিসাবের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৮২২টি। বাজারসংশ্লিষ্টরা অবশ্য শেয়ার-শূন্য বিও হিসাব কমার পেছনে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি নতুন তালিকাভুক্ত হতে যাওয়া টেকনো ড্রাগসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন। কারণ, গত সপ্তাহে কোম্পানিটির আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে যুক্ত হয়েছে। এ কারণে শেয়ার-শূন্য বিও হিসাবের সংখ্যা কমে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন