নিউজ ডেস্কঃ এশিয়ার মধ্যে ঋণের দিক দিয়ে বাংলাদেশের অবস্থা সবচেয়ে ভালো বলে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘সেজন্য বিশ্বব্যাংক আমাদের আরেও বেশি ঋণ দিতে চায়। আমরা ঋণ বুঝে-শুনেই নেবো।’মঙ্গলবার (২৪ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষ তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক তো আসলে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের সামগ্রিক অবস্থা অত্যন্ত স্থিতিশীল এ উর্ধ্বমুখী। এ বিষয়ে তারা আজ উল্লেখ করেছে যে বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি না। বাংলাদেশ এখন উদীয়মান শক্তিশালী দেশ হিসাবে এগিয়ে যাচ্ছে। এ সময় তারা আমাদের সঙ্গে অংশ নিতে চাচ্ছে বিভিন্নভাবে। অনেক বিষয় তাদের সঙ্গে আলোচনা হয়েছে। স্পেসিফিক কয়েকটি বিষয়ে আমাদের লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপি) আছে সেখানে তারা আরেকটু বড় আঙ্গিকে বিনিয়োগ করতে চায়।