News71.com
 Economy
 26 May 22, 08:19 PM
 1095           
 0
 26 May 22, 08:19 PM

পাচার হওয়া টাকা ট্যাক্স দিয়ে ফেরত আনার সুযোগ থাকবে বাজেটে।। অর্থমন্ত্রী

পাচার হওয়া টাকা ট্যাক্স দিয়ে ফেরত আনার সুযোগ থাকবে বাজেটে।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ আসন্ন বাজেটে বিদেশে পাচার হওয়া টাকা ট্যাক্স দিয়ে বৈধ পথে দেশে ফেরত আনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে বিদেশে থাকা টাকা ফিরিয়ে আনার সুযোগ আপনারা বাজেটে পাবেন। সেটা বাজেটে থাকবে। আর বাংলাদেশ ব্যাংক যেটি করছে সেটি বাজেটের আগেই করছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। যারা টাকা পাচার করেছে, ট্যাক্স দিয়ে সেটা রেকর্ড করতে চাইবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন দেশে তো এই সুযোগ অনেকে নিয়েছে। ইন্দোনেশিয়ায় যখন এমন একটি এমনেস্টি ঘোষণা করল তখন অনেক টাকা বিদেশ থেকে দেশে ফেরত আসছে। আমরা বিশ্বাস করি, আমাদের এখান থেকে যারা টাকা নিয়ে গেছে, এ সুযোগ তাদের জন্য অত্যন্ত ভালো একটি সুযোগ, সেটি তারা কাজে লাগাবে। আমাদের সমস্ত দিক থেকেই চেষ্টা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন