নিউজ ডেস্কঃ 'একাধিক বিয়ে? কেন নয় বলুন তো? হতেই তো পারে। হলে আপত্তি কোথায়? হুম!' এমনটাই মন্তব্য করেছেন কঙ্গনা রানওয়াত।বলিউডে প্রথমে আদিত্য পাঞ্চোলি, এর পর অধ্যয়ন সুমন, আর সম্প্রতি হৃত্বিক রোশনের সঙ্গে নাম জড়িয়েছে কঙ্গনার। হৃতিকের সঙ্গে সম্পর্কের পানিতো আদালত পর্যন্তও গড়িয়েছে। সেই কঙ্গনা গত রবিবার ডিজাইনার মানব গঙ্গওয়ানির পোশাকে র্যাম্পে হাঁটলেন।
সেখানেই কঙ্গনা বলেন, 'মানবের সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। আমার প্রথম বিয়ের পোশাক তো ওই ডিজাইন করবে।' এসময় সাংবাদিকরা জানতে চান, 'প্রথম বিয়ের পোশাক’ মানে কি একাধিক বিয়ে করতে চান? এর উত্তরে নায়িকা বলেন, 'কেন নয় বলুন তো? আমার মনে হয়, যদি একটা বিয়ে করতে পারি, তা হলে একের বেশি বিয়েও করতে পারব।’