News71.com
 Entertaintment
 29 Jul 16, 10:33 PM
 846           
 0
 29 Jul 16, 10:33 PM

দাবাং ৩ –এ থাকছেন সোনাক্ষী ও আরবাজ খান

দাবাং ৩ –এ থাকছেন সোনাক্ষী ও আরবাজ খান

বিনোদন ডেস্কঃ অবশেষে বলিউডের সুপারহিট ছবি ‘দাবাং’-এর তিন নম্বর সিক্যুয়েলে সোনাক্ষী সিনহার থাকা নিয়ে সংশয় কাটল। প্রসঙ্গত , এই ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন সোনাক্ষী সিনহা। আগের দুটি সিক্যুয়েলে সালমানের সঙ্গে তার রসায়ন আলোড়ন তুলেছিল। তবে কিছুদিন আগে গুজব রটে ‘দাবাং ৩’-এ নাকি সোনাক্ষী থাকছেন না! তার বদলে নায়িকা হতে চলেছেন পরিণিতি চোপড়া।

কিন্তু এর উপর ভিত্তি করে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘দাবাং’ পরিবারের অন্যতম সহনায়ক এবং প্রযোজক আরবাজ খান সাফ জানিয়ে দিয়েছেন যে সোনাক্ষী সিনহাই নায়িকা থাকছেন দাবাং ৩ তে । সোনাক্ষীর বদলে অন্য কারও কথা কখনো চিন্তাই করা হয়নি।

এদিকে আরবাজ খান ছবির শুটিং ডেট নিয়ে এখনই কিছু পরিস্কার না করলেও সোনাক্ষী-ই যে দাবাং ৩ এর নায়িকা হচ্ছেন তাতে কোনও সংশয় নেই। আরবাজ খান আরও বলেছেন, ‘দাবাং ৩’-এ চমক হিসেবে দ্বিতীয় কোনও নায়িকাকে দেখা যেতে পারে। তাই ‘ভাইজানের’ সঙ্গে আবার কার ভাগ্যের শিকে ছিঁড়বে সেটা সময়ই বলে দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন