News71.com
 Entertaintment
 29 Jul 16, 10:34 PM
 780           
 0
 29 Jul 16, 10:34 PM

মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান ।।

মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান ।।

বিনোদন ডেস্কঃ মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। আর অনাগত সন্তানের বাবা রুশ ধনকুবের ইগোর তারাবাসোভ। একটি মেসেজের মাধ্যমে সন্তান সম্ভবা হওয়ার খবরটি তার বাবাকে জানান লিন্ডসে। তিনি লিখেছেন, ‘ড্যাডি, আই অ্যাম প্রেগন্যান্ট। নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

লিন্ডসে লোহান এর বাবা মাইকেল বলেছেন, ‘ও আমাকে টেক্সট করে এ খবর দিলো। জানি না কতোদিন ধরে সে অন্তঃসত্ত্বা।’ মাইকেল আরও বলেন, ‘ও আমাকে বলেছে সে মা হচ্ছে। ওকে বিশ্বাস না করার মতো কোনো কারণ নেই ।

যদিও আমি সামান্য হতভম্ব হয়ে পড়েছিলাম। কিন্তু এটা প্রত্যাশিতই ছিলো। ওর বয়স ৩০ বছর। ও সবসময় সন্তান চায়। ও শিশুদের ভালোবাসে। যাদের সঙ্গে তার সম্পর্ক ছিলো তাদের প্রত্যেকের সন্তান আছে এবং আমার মেয়ে তাদের খুব ঘনিষ্ঠ। ওর মধ্যে মাতৃত্বের গুণাবলি প্রবল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন