News71.com
 Entertaintment
 30 Jul 16, 12:52 PM
 801           
 0
 30 Jul 16, 12:52 PM

জন আব্রাহামের স্বপ্নের মানুষ অভিষেক বচ্চন!

জন আব্রাহামের স্বপ্নের মানুষ অভিষেক বচ্চন!

বিনোদন ডেস্কঃ সম্প্রতি মুক্তি পেয়েছে জন আব্রাহাম ও বরুণ ধাওয়ান অভিনীত 'ঢিসুম'। মারকাটারি অ্যাকশনের জন্য এই ছবি ঘিরে তৈরি হয়েছে বিপুল প্রত্যাশা। এমনকি, কিছু ট্রেন্ড অ্যানালিস্ট এমনও বলছেন যে, প্রথম সপ্তাহ শেষে ৩০ কোটি রুপির ব্যবসা করে ফেলবে এই ছবি। তবে এর মাঝেই জনের করা একটি মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে সিনে দুনিয়ায়। জন আব্রাহামের স্বপ্নের মানুষ অভিষেক বচ্চন! কথাটিকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা চাঞ্চল্য।

'ঢিসুম'-এর প্রচার সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করছিলেন জন। সেখানেই তাকে জিজ্ঞেস করা হয়, কে তার স্বপ্নের মানুষ?

এতে জন যে উত্তর দিয়েছেন তাতে চমকে গেছেন অনেকেই। কারণ, কোন লাস্যময়ী সুন্দরীর নাম মুখে আনেননি জন। লাজুক মুখে উত্তর দিয়েছেন, তার 'দোস্তানা' ছবির পার্টনার অভিষেক বচ্চনকে নিয়ে ফ্যান্টাসাইজ করেন তিনি! অভিষেকই জনের স্বপ্নের বা কল্পনার সেই বিশেষ মানুষ!

জন জানান, অভিষেকের চওড়া লোমশ বুকের কথা কিছুতেই ভুলতে পারেন না তিনি। এ বছরই শুটিং শুরু হওয়ার কথা 'দোস্তানা ২'-এর। তার আগে জনের এই স্বীকারোক্তিতে মুচকি হাসছে সিনে দুনিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন