বিনোদন ডেস্ক: ভারত এবং অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনায় তৈরি 'আনইন্ডিয়ান' ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার ব্রেট লি। কিন্তু এরই মধ্যে নতুন খবর বেরিয়েছে, 'হাউসফুল ফোর'-এ অক্ষয় কুমারের সঙ্গে দেখা যেতে পারে এই তারকাকে। তাকে নাকি ছবিটিতে অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়েছে।
কিন্তু হাউসফুল প্রসঙ্গে ব্রেট লি হ্যাঁ-না কিছুই বলেননি। বর্তমানে ব্রেট লি তার 'আনইন্ডিয়ান' ছবির প্রচারে ভারতে আছেন। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন তন্নিষ্ঠা চ্যাটার্জি, সুপ্রিয়া পাঠক, আকাশ খুরানা ও গুলশান গ্রোভার।