বিনোদন ডেস্ক: পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে অস্বস্তিতে ভুগছেন বচ্চন পরিবার। এর করণ জোহরের "অ্যায় দিল হ্যায় মুশকিল" ছবিতে রণবীর কাপুরের সাথে চুম্বনের দৃশ্যে দেখা যাবে সাবেক এই বিশ্ব সুন্দরীকে। আর এটাই নাকি শ্বশুরবাড়ির আস্বস্তির কারণ। আর এর আগে "ধুম ২" ছবিতে হৃত্বিক রোশনের সাথে চুম্বন দৃশ্যে অভিনয় করায় স্বামী অভিষেকের পরিবার বেজায় চটেছিল।
এতে করে শোনা যাচ্ছে করণ জোহরের এই ছবিতে নাকি কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে অমিতাভ-জয়ার পুত্রবধূকে। তার মধ্যে নাকি লিপ কিসের দৃশ্যও থাকবে। এই চুম্বনই নাকি বচ্চন পরিবারের অস্বস্তির কারণ।
জানা গেছে, শ্বশুরবাড়ির সদস্যদের অস্বস্তির আঁচ পেয়ে ঐশ্বরিয়া নাকি পরিচালক করণ জোহরকে ছবি থেকে দৃশ্যগুলি বাদ দিতে অনুরোধ করেছেন। করণ সেই অনুরোধ রাখলেন কি না, তা ছবি মুক্তির আগে বোঝা যাবে না।