News71.com
 Entertaintment
 13 Aug 16, 05:29 PM
 773           
 0
 13 Aug 16, 05:29 PM

এবার সত্যিই তিন্নির সঙ্গে সাদের ঘর ভাঙল....

এবার সত্যিই তিন্নির সঙ্গে সাদের ঘর ভাঙল....

বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই সংবাদ ছিল তিন্নির সংসার ভাঙার। এবার সেটাই সত্য হতে চলেছে। সে সময় তিন্নি অস্বীকার করলেও আজ ফেসবুকে তিনি এ কথা স্বীকার করেছেন যে সাদের ঘর তিনি ছেড়েছেন। একই সাথে সাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও এনেছেন এই অভিনেত্রী।

'আমার সঙ্গে অন্যায় হলো। সাদ এখন নিজের প্রতারণার কথা প্রকাশ্যে ঔদ্ধত্য নিয়ে বলে বেড়ায়। এটা তার অসুস্থতা এবং সে আমাকে দিনরাত বোকা বানিয়ে অপকর্ম করে বেড়ায়। শুধু তাই নয়, সে আমাকে বন্দি রেখে রীতিমতো নির্যাতন করেছে এবং নিয়মিত এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাসা ছেড়ে দিয়েছি। '

তিন্নি হিল্লোলের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন, পরে সে সম্পর্ক ভেঙে গেলে খবরের আড়ালে চলে যান তিনি। ফের সাদকে বিয়ে করে আলোচনায় আসেন। এবার সে সম্পর্কও ভেঙে যাওয়ার পথে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন