News71.com
 Entertaintment
 16 Aug 16, 12:22 PM
 814           
 0
 16 Aug 16, 12:22 PM

বলিউড বাদশাহ শাহরুখকে আব্রাম খানের লাথি মারার ছবি নিয়ে সোস্যাল মিডিয়া তোলপাড়

বলিউড বাদশাহ শাহরুখকে আব্রাম খানের লাথি মারার ছবি নিয়ে সোস্যাল মিডিয়া তোলপাড়

 

বিনোদন ডেস্ক: এই মুহূর্তে বিনোদন মহলের কনিষ্ঠতম জনপ্রিয় আইকন বলাই যায় তাকে। খুদে হলে কি হবে নিজের 'ক্যারিসমা'য় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট 'হিট' ছোটে কিং খান— আব্রাম। কখনও আইপিএলের মাঠে বাবার গায়ে মুখ থেকে জল ছেটানো, কখনও ফাদার্স ডে উপলক্ষে স্যুইট গ্রিটিংস কার্ড তৈরি, তার মজার মজার কাণ্ডকারখানা ওয়েব দুনিয়ায় রীতিমতো জনপ্রিয়। কিন্তু আব্রামের নতুন এই কীর্তি একেবারেই অভাবনীয়। গায়ে মুখের জল ছেটানো পর্যন্তও ঠিকই ছিল। তাই বলে সোজা লাথি? তাও আবার বাবাকে!

ছোট ছেলের লাথি মারার সেই দৃশ্য ফ্রেমবন্দি করেছেন শাহরুখ খান নিজেই। পোস্টও করেছেন নিজের ইন্সটাগ্রাম পেজে। আর আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবি ভাইরাল।

জানা গেছে, কিছু দিন আগে তিন ছেলেমেয়ের একসঙ্গে বসে পেইন্টিং করার ছবি পোস্ট করেছিলেন গৌরি খান। খেলার ছলে বাবাকে লাথি মেরেছিল আব্রাম। সেই ছবিই এবার পোস্ট করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। আর সঙ্গে লিখলেন স্যুইট কমেন্টও, 'বাবারাও সন্তানের প্রথম লাথি অনুভব করে...আউচ!!' স্যুইট ওয়ান কিং খান!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন