বিনোদন ডেস্ক: সালমান খানের সঙ্গে রোমানিয়ান মডেল-অভিনেত্রী লুলিয়া ভান্তুরের প্রেমের সংবাদ নতুন নয়। গত কয়েক মাসে অনেকবারই তাদের সম্পর্কের বিষয়টি সংবাদে পরিণত হয়ে আসছে। কিন্তু এবার একটি নতুন তথ্য পাওয়া গেল যে, সালমান নাকি গোপনে রোমানিয়ায় লুলিয়ার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।
সালমান-লুলিয়ার বিয়ের খবরটি এখন ‘টক অব দ্য বলিউড’-এ পরিণত হয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি সালমান ও লুলিয়া। সালমানের কাছের বন্ধুরা কয়েকদিন ধরেই লুলিয়াকে ভাবি বলে সম্বোধন করে আসছেন। তাছাড়া সালমান ও লুলিয়ার পরিবারের মধ্যেও একটি ভালো সম্পর্ক রয়েছে।
এদিকে সালমান ও লুলিয়া সম্প্রতিক সময়ে রোমানিয়ায় একসঙ্গে দালাই লামায় ভ্রমণ করেছেন। আর সেখানকার তোলা একটি ছবিও প্রকাশ হয়েছে। নিজের টুইটারেও লুলিয়া সালমানের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন। এতে করে ধারণা করা হচ্ছে, বিয়ের কাজটি কয়েকদিন আগেই সেরেছেন তারা।
এদিকে আবার জানা গেছে, আপাতত গোপন রাখলেও খুব দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিয়ের বিষয়টি সবাইকে জানাবেন সালমান ও লুলিয়া। এখন দেখার বিষয় সেই ঘোষণা কবে নাগাদ আসে। নাকি এবারও সালমানের বিয়ের বিষয়টি গুঞ্জনের মধ্যেই সীমবদ্ধ থাকে।