News71.com
 Entertaintment
 17 Aug 16, 06:46 PM
 884           
 0
 17 Aug 16, 06:46 PM

২০ লাখ শ্রোতার সংখ্যা ছাড়িয়েছে 'রক্ত' ছবির গান 'ডানাকাটা পরী' ।।

২০ লাখ শ্রোতার সংখ্যা ছাড়িয়েছে 'রক্ত' ছবির গান 'ডানাকাটা পরী' ।।

 

বিনোদন ডেস্কঃ ৫ লাখ নয়, ১০ লাখ নয়, ১৫ লাখও নয়, এবার ২০ লাখ ছাড়িয়ে গেল জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত 'রক্ত' ছবির গান 'ডানাকাটা পরী'। গত ৬ই আগস্ট রাতে জাজ মাল্টিমিডিয়া এই গানটি ইউটিউবে প্রকাশ করে। পরবর্তীতে একই গান ছবিটির আরেক প্রোডাকশন হাউজ এসকে মুভিজ ইউটিউবে আপলোড করে ।

এদিকে গানটি প্রকাশের পর থেকেই ইউটিউবে ঝাপিয়ে পরেছেন দর্শকরা। আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে গানটি দেখা হয়েছে সাড়ে ১৪ লাখের বেশি। অন্যদিকে এসকে মুভিজের আপলোড করা গানটি দেখা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার। অর্থাৎ ২ প্রোডাকশন হাউজের ইউটিউবের দর্শক যোগফল গিয়ে দাড়িয়েছে ২০ লাখের উপরে। তারমানে ১১ দিনের মাথায় ২ মিলিয়ন ছাড়িয়ে গেলে এই গানটি ।

গানটিতে গ্ল্যামারাস রূপে দেখা গেছে পরীমণিকে।  বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ইতিহাসে এটি এ যাবৎকালের সর্বাধিক ব্যয়বহুল আইটেম গান বলে দাবি করছে জাজ মাল্টিমিডিয়া। বিগ বাজেটের এই ছবিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে পরীমণিকে। সঙ্গে রয়েছেন নবাগত নায়ক রোশান। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন