News71.com
 Entertaintment
 09 Jun 16, 01:39 AM
 1196           
 0
 09 Jun 16, 01:39 AM

মুন্বাইতে সেক্স র‍্যাকেট !! পুলিশের হাতে ধরা পড়লেন বলিউডের দুই অভিনেত্রীসহ ৪ জন

মুন্বাইতে সেক্স র‍্যাকেট !! পুলিশের হাতে ধরা পড়লেন বলিউডের দুই অভিনেত্রীসহ ৪ জন

বিনোদন ডেস্ক: খবর রটে ছিল অনেক আগেই । তবে কোনও ভাবেই বাগে আনা যাচ্ছিল না। অবশেষে সাজানো হয় গল্পের সেই প্লট। আর তাতেই নাকি বাজিমাত। সরাসরি পুলিশের জালে দুই অভিনেত্রীসহ ৪ জন। তাদের বিরুদ্ধে একটি সেক্স র‌্যাকেট চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার।

সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় এই চক্রটি কাজ করছিল। পুলিশ তাদের নাগাল পেলেও কোনও ভাবেই ধরা যাচ্ছিল তাদের। সূত্র অনুসারে এই ঘটনার পিছনে একটি বড় চক্র কাজ করছে। রয়েছে একটি জনপ্রিয় টিভি শো 'সাবধান ইন্ডিয়া'-র অভিনেত্রীও। অবশেষে, পুলিশ গোটা ঘটনার হদিশ পেতে সাজায় গল্প।

মহারাষ্ট্র পুলিশের একটি দল ওই এলাকায় যায় কাস্টোমার সেঁজে। যোগাযোগ করে ওই দুই মডেল ও ধৃত আরও দু'জনের সঙ্গে। আর তারপরই উঠে আসে সব সত্যি। কার্যত অর্ধনগ্ন অবস্থায় গ্রেফতার করা হয় দুই মডেল অভিনেত্রীকে। তবে, এই ঘটনার পিছনে থাকা মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, এই ধরনের সেক্স র‌্যাকেট আরও রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন