বিনোদন ডেস্ক:মাত্র চার মিনিটের পারফর্ম্যান্স, তার জন্য দেড় কোটি টাকা! ‘আইফা’র মঞ্চে পারফর্ম্যান্সের জন্য এই বিপুল অঙ্কের টাকা দাবি করেছেন ‘বাজিরাও মাস্তানি’র দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া!
এ বছর এই বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে স্পেনের মাদ্রিদে। শোনা যাচ্ছে ‘আইফা’-র মঞ্চে প্রত্যেক মিনিটের পারফর্ম্যান্সের জন্য ৩৩ লক্ষ টাকা করে দাবি করেছেন দীপিকা ও প্রিয়াঙ্কা। উদ্যোক্তারা রাজি হয়েছেন বলে সূত্রের খবর।
‘আইফা’-র মঞ্চে একটু আলাদারকম পারফর্ম্যান্সের কথা ভেবেছিলেন উদ্যোক্তারা। ভাবা হয় বহু বলিউড তারকার নাম। শেষ পর্যন্ত উঠে আসে হলিউডেও প্রশংসিত এই দুই অভিনেত্রীর নাম।