News71.com
 Entertaintment
 27 Jun 16, 01:19 PM
 1141           
 0
 27 Jun 16, 01:19 PM

যোগব্যায়ামের বলে অভিনেত্রী শিল্পা শেঠি এখনো যৌবনা

যোগব্যায়ামের বলে অভিনেত্রী শিল্পা শেঠি এখনো যৌবনা

বিনোদন ডেস্ক: মেয়েদের নিয়ে একটা বহুল প্রচলিত প্রবাদ হলো ‘কুড়িতেই বুড়ি’। এই প্রবাদকে আবারও মিথ্যা প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বয়স ৪২ পেরোলেও কমেনি যৌবনের দীপ্তি। সব রহস্য নাকি লুকিয়ে আছে যোগব্যায়ামে। স্পেনের রাজধানী মাদ্রিদে এক অনুষ্ঠানে তেমনই দাবি করলেন শিল্পা।

যোগাভ্যাস করে মুগ্ধ করলেন দর্শকদেরও। বলিউডে তেমনভাবে আর সংশ্লিষ্টতা নেই তার। তিনি আছেন বিশুদ্ধ যোগে। সেই যোগ থেকেই যোগাযোগ স্পেনের মাদ্রিদের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির অনুষ্ঠানে। যোগ করলেন-করালেন। চেহারায় কুড়ির জৌলুস। সবই যোগ।

জীবন থেকে যৌবনকে বিয়োগ করতে না চাইলে যোগই নাকি ভরসা। শিল্পা বলেছেন তার জীবনে যোগের ভূমিকা অপরিসীম। শুধু মাদ্রিদ নয় বিদেশের মাটিতে এর আগেও বেশ কয়েকবার যোগ প্রদর্শন করেছেন শিল্পা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন