News71.com
 Entertaintment
 01 Jul 16, 01:23 PM
 920           
 0
 01 Jul 16, 01:23 PM

আজ জনপ্রিয় অভিনেত্রী জয়ার জন্মদিন

আজ জনপ্রিয় অভিনেত্রী জয়ার জন্মদিন

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ(১লা জুলাই)শুক্রবার। জন্মদিনে যুক্তরাষ্ট্রের নিউইয়ের্ক অবস্থান করবেন অভিনেত্রী জয়া। আজ থেকে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুরু হচ্ছে ৩৬তম বঙ্গ সম্মেলন। এই সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জয়া।

বাংলার শিল্প-সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। এই আয়োজনে শুধু জয়াই নয়, বাংলাদেশ থেকে আরও অনেকেই অংশ নেবেন এই সম্মেলনে। তাদের মধ্যে আছেন, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা ও রবীন্দ্র সংগীতশিল্পী লাইসা আহমদ লিসা। প্রবাসীদের এ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে কলকাতা থেকে আমেরিকায় পৌঁছেছেন জয়া। জানা যায়, সারা বিশ্বের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন দেশের বিশিষ্ট বাঙালি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হবে এবারের এ বঙ্গ সম্মেলন।

এই আয়োজনে অংশ নেয়া প্রসঙ্গে মুঠোফোনে জয়া বলেন, ‘প্রবাসী বাঙালিদের আয়োজনে বিশাল এ সম্মেলনে যোগাদানের আমন্ত্রণ পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে আমার। এখানে প্রবাসীদের সঙ্গে দেশের সংস্কৃতির নানা বিষয়সহ অনেক কিছুই শেয়ার করব ভেবেছি।’

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি জন্মদিনটা নিউইয়র্কে থাকা আত্মীয়স্বজনদের সঙ্গেই পালন করবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন