News71.com
 Entertaintment
 15 Oct 23, 09:19 AM
 205           
 0
 15 Oct 23, 09:19 AM

মিউজিক্যাল ওয়েব ফিল্মে অঞ্জন দত্তের সঙ্গে কাজ করবেন তমা মির্জা

মিউজিক্যাল ওয়েব ফিল্মে অঞ্জন দত্তের সঙ্গে কাজ করবেন তমা মির্জা

 

 

বিনোদন ডেস্কঃ আনন্দ, ভালোবাসা ও বন্ধুত্বের গল্প নিয়ে গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত দেশের ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য নির্মাণ করছেন ‘দুই বন্ধু’ নামে একটি মিউজিক্যাল ওয়েব ফিল্ম। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। ওয়েব ফিল্মটিতে অভিনয়  করতে যাচ্ছেন তমা মির্জা। যেখানে তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

 

অঞ্জন দত্তের সঙ্গে কাজের সুযোগে উচ্ছ্বসিত তমা মির্জা বলেন, ‘অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করব, এটা আমার জন্য একটি সারপ্রাইজ। আশা করছি অসাধারণ একটি কাজ হবে। শিগগির এর দৃশ্যধারণ শুরু হবে। শুটিং করার পর পুরো জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে পারব। এখন শুটিং শুরুর প্রহর গুনছি।’ দুই বন্ধুর সংগীত ভাবনাকে কেন্দ্র করে এগোনো এই মিউজিক্যাল ওয়েব ফিল্মটিতে বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন গান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন