বিনোদন ডেস্কঃ সাবেক মিস ওয়ার্ল্ড বিজয়ী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৭ সালে মণিরত্নমের তামিল সিনেমা ‘ইরুভার’ দিয়ে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন। এরপর ধাপে ধাপে সফলতার চূড়ায় পৌঁছেছেন, পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। কেবল বলিউডে নয়, হলিউডেও নিজের নাম লিখিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৫০ বছর বয়সি এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের একজন ঐশ্বরিয়ার আয়ের উৎসের মধ্যে রয়েছে অভিনয়, প্রযোজনা, ব্রান্ড প্রমোশন ও ব্যবসা।