News71.com
 Health
 21 Nov 22, 10:41 PM
 368           
 0
 21 Nov 22, 10:41 PM

বিশ্বকাপ না জিতলেও চলবে, শান্তিতে থাকতে চাই।। তিতে 

বিশ্বকাপ না জিতলেও চলবে, শান্তিতে থাকতে চাই।। তিতে 

স্পোর্টস ডেস্কঃ ফের একবার 'হেক্সা' মিশনে নামতে প্রস্তুত ব্রাজিল। ২০ বছর হয়ে গেছে বিশ্বকাপের স্বাদ পায়নি সেলেসাওরা। ফুটবল-পাগল একটি দেশের জন্য যা একপ্রকার লজ্জাজনক ব্যাপার। ২০১৪ বিশ্বকাপ নিজেদের দেশে হলেও পুরোপুরি ব্যর্থ হয়েছিল তারা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে ২০১৬ সালে দায়িত্ব নিয়েই কাজ শুরু করেন তিতে।  দীর্ঘদিন এই দলটাকে নিজের হাতে তৈরি করেছেন ব্রাজিল কোচ। তার অধীনে ব্রাজিলিয়ান দলটি ৭৬ ম্যাচে ৫৭ জয় ও ১৪ ড্রয়ের বিপরীতে মাত্র পাঁচবার হারের মুখ দেখেছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে হিসাব ধরলে ৫০ ম্যাচে ৩৮টিতেই জয় পেয়েছে তার দল; ৯টিতে ড্র এবং হার মাত্র ৩ ম্যাচে। এবার তাদের প্রস্তুতি স্মরণকালের মতো সবচেয়ে ভালো। ফলে বর্ষীয়ান এই কোচ এবার স্বপ্ন ছোঁয়ার সম্ভাবনা দেখছেন। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটাও জানিয়ে রাখলেন, শিরোপা জেতাই তার মূল উদ্দেশ্য নয়; চান শান্তিতে থাকতে। তিতের এমন মন্তব্যের পেছনে লুকিয়ে আছে ব্রাজিলের রাজনৈতিক ইস্যু। যা থেকে তিনি নিজেও দূরে থাকতে পারেননি। শেষ চারটা বছর রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থা কাটিয়েছে ব্রাজিলিয়ানরা। বিশেষ করে দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জাইর বোসোনারো ছিলেন সব বিতর্কের কেন্দ্রে। যদিও সর্বশেষ নির্বাচনে বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ায় আগামী জানুয়ারিতে বিদায় নিতে হচ্ছে তাকে। কিন্তু বোলসোনারোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় ব্রাজিলিয়ানদের মধ্যে বিভক্তি তৈরি করেছেন। তিতে অনুভব করছেন, এই বিভক্তিরেখা মুছে দিতে ব্রাজিলের বিশ্বকাপ জেতা খুব দরকার। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন