News71.com
 Health
 12 Apr 23, 09:09 PM
 260           
 0
 12 Apr 23, 09:09 PM

এইচ৩এন৮ ফ্লুতে এই প্রথম কারো মৃত্যু।। ডব্লিউএইচও

এইচ৩এন৮ ফ্লুতে এই প্রথম কারো মৃত্যু।। ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক: চীনে বিরল ধরনের বার্ড ফ্লুতে এক নারীর মৃত্যু হয়েছে। তিনিই এই ভাইরাসে মারা যাওয়া প্রথম কোনো মানুষ। এমনটি বলেছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। তবে এই ফ্লু মানুষে ছড়িয়ে পড়বে না বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স। ৫৬ বছর বয়সী ওই নারী চীনের গুয়াংডং প্রদেশের। মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওই নারী এভিয়ান ইনফ্লুয়েঞ্জার উপধরন এইচ৩এন৮ শনাক্ত হওয়া তৃতীয় কোনো মানুষ। যে তিনজনের এইচ৩এন৮ শনাক্ত হয়েছিল, তারা সবাই চীনের। গেল বছর দুজনের মধ্যে এই ভাইরাসটি শনাক্ত হয়।  গুয়াংডংয়ের প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গেল মাসের শেষে তৃতীয় সংক্রমণের বিষয়টি জানিয়েছিল। তবে ওই নারীর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পোলট্রিতে হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিলেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন