খুলনা সংবাদদাতা : আগামীকাল রবিবার শুরু হবে ১৫তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা । মহানগরের সার্কিট হাউজ মাঠে মাসব্যাপী এ বাণিজ্য মেলা আগামীকাল শুরু হয়ে চলবে ০৫ এপ্রিল পর্যন্ত।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করবেন ।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এবারের মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসার্স এলিন ট্রেডার্স। বাণিজ্য মেলায় ১৫৩টি স্টল ও ১২টি প্যাভিলিয়ন থাকবে। ইতোমধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আয়োজক কর্তৃপক্ষ।
এ বছর মেলায় অংশ নিচ্ছে ভারত, চীন, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশ। এ বছরের মেলা প্রাঙ্গণে প্রথমবারের মতো থাকবে ওয়াইফাই জোন, মিউজিক্যাল ফোয়ারা। শিশুদের জন্য থাকবে আকর্ষণীয় কিডস জোনসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা।