News71.com
 Bangladesh
 14 Feb 16, 09:51 AM
 1444           
 0
 14 Feb 16, 09:51 AM

পুলিশে বড় ধরনের পদান্নতি ।। ডিআইজি হলেন ১৮ পুলিশ কর্মকর্তা

পুলিশে বড় ধরনের পদান্নতি ।। ডিআইজি হলেন ১৮ পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা থেকে এই মর্মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির কথা জানানো হয়। পদোন্নতি পাওয়া ১৮ পুলিশ কর্মকর্তাদের মধ্যে ৯ জন এর আগে থেকেই ডিআইজি মর্যাদায় বিভিন্ন পদে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ সদরদপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) লুৎফর রহমান মন্ডল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে) ইব্রাহীম ফাতেমী, রেলওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) এসএম রুহুল আমিন, হাইওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার (চলতি দায়িত্বে) কামরুল আহসান, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মাজহারুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি-চলতি দায়িত্বে) খন্দকার গোলাম ফারুক, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে) দিদার আহম্মদ, ডিএমপির যুগ্ম কমিশনার জামিল আহমদ, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) আতিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন, সিএমপির অতিরিক্ত কমিশনার একেএম শহিদুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল মাহমুদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, সিএমপির অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়া এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার ও ডিএমপির মুখপাত্র মো:মনিরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন