নিউজ ডেস্ক: অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এটা নির্ধারণ করেন। খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই সঙ্গে এ মামলায় ১৪ ফেব্রুয়ারির মধ্যে তারেক রহমানকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার জন্য হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে তারেক রহমানের সঠিক ঠিকানায় নোটিশ পৌঁছানো হয়েছে কি না তা ২৩ ফেব্রুয়ারি জানাতে বলেছেন আদালত। দুদকের আইনজীবীকে এ বিষয়টি জানাতে বলা হয়।
অর্থপাচার মামলায় তারেক রহমানের খালাস পাওয়ার রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের পর ২০১৪ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। কিন্তু তিনি আজ পর্যন্ত আত্মসমর্পণ করেননি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এ বিষয়ে ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন।