News71.com
 International
 15 Jun 24, 12:24 PM
 33           
 0
 15 Jun 24, 12:24 PM

আমেরিকার সঙ্গে সৌদির পেট্রোডলার চুক্তির অবসান॥

আমেরিকার সঙ্গে সৌদির পেট্রোডলার চুক্তির অবসান॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল তাৎপর্যপূর্ণ পেট্টোডলার চুক্তির অবসান ঘটালো সৌদি আরব। গত ৯ জুন চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন করে চুক্তিটি নবায়ন করেনি সৌদি কর্তৃপক্ষ। এর মধ্য দীর্ঘ ৫০ বছরের পেট্টোডলার ব্যবস্থার ইতি ঘটল।গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, চুক্তিটির অবসানের ফলে সৌদি আরব এখন বহু মুদ্রায় অপরিশোধিত তেল বিক্রি করতে পারবে। অর্থাৎ মার্কিন ডলারের বদলে চীনা আরএমবি, ইউরো, ইয়েন, এবং ইউয়ানসহ বিভিন্ন মুদ্রায় তেল বিক্রি করবে পারবে সৌদি আরব।পেট্রোডলার কোনও মুদ্রার নাম নয়। অপরিশোধিত তেল রফতানি মার্কিন ডলারে হয় বলে এর এই নামরকরণ হয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৭০-এর দশকে এই সুবিধাটি লাভ করে। মধ্যপ্রাচ্যের তেল রফতানিকারক দেশগুলো ওই সময় থেকে কেবল মার্কিন ডলারের মাধ্যমে তেল রফতানি করে আসছে। ফলে বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতিতে ডলার বিশেষ গুরুত্ব পেয়ে যায়।এর আগে যুক্তরাষ্ট্র স্বর্ণের বিনিময়ের মাধ্যমে ডলারের মূল্যমান নির্ধারণ করত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন