News71.com
 International
 26 Jun 24, 09:09 AM
 73           
 0
 26 Jun 24, 09:09 AM

পানিবণ্টন ইস্যু নিয়ে ভারতে ফের মুখোমুখি মোদী ও মমতা॥

পানিবণ্টন ইস্যু নিয়ে ভারতে ফের মুখোমুখি মোদী ও মমতা॥

 

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তা ও গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার (২৪ জুন) রাজ্যের সচিবালয় নবান্ন থেকে পানিবণ্টন চুক্তির বিষয়ে সরাসরি প্রতিবাদ জানান তিনি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় চিঠিও দিয়েছেন। কেন্দ্র যদি একতরফাভাবে সিদ্ধান্ত নেয় তবে এর প্রতিবাদে গোটা দেশজুড়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এরপর সোমবার রাতেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তিস্তা ও গঙ্গার পানি বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সবকিছুই জানানো হয়েছে। সকল বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁরা সবটাই জানে, এখন মিথ্যা দাবি করছে। 

 

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গঙ্গার পানি চুক্তি নিয়ে ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে একটি অভ্যন্তরীণ পর্যালোচনাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে পরামর্শ করা হয়েছিল। তাঁরা সবকিছুই জানত। পশ্চিমবঙ্গ সরকার ভুল তথ্য ছড়িয়েছে।এরপরই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার (২৫ জুন) সকল বিষয়ে জবাব দিয়েছেন। তিনি বলেন, পানিবণ্টন ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নীতিনির্ধারক ও নীতি নির্ণায়ক স্তরের সঙ্গে ভারত সরকারের কোনো যোগাযোগ হয়নি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন