News71.com
 Lifestyle
 11 May 22, 11:13 AM
 1069           
 0
 11 May 22, 11:13 AM

বৈরী আবহাওয়ার কারনে রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ স্থগিত॥

বৈরী আবহাওয়ার কারনে রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ স্থগিত॥

নিউজ ডেস্কঃ  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে রাষ্ট্রপতির তিনদিনের ভ্রমণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলতি মাসের ১২মে থেকে ১৪মে পর্যন্ত তিনদিনের ভ্রমণ স্থগিত করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, মূলত ঘূর্ণিঝড় অশনি’র দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে এই মুহুর্তে রাষ্ট্রপতি সাজেক ভ্রমণ করছেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন