প্রযুক্তি ডেস্ক: ইলুগা নোট-এর পরে এবার টি৪৪ লাইট। নতুন স্মার্টফোন উন্মোচন করল প্যানাসনিক। আগামী সোমবার থেকে এই ফোন মিলবে ভারতে। কিন্তু আপাতত কিনতে হবে শুধু স্ন্যাপডিল-এর মাধ্যমে। আর এর জন্য ভারতে দাম পড়বে ৩ হাজার ১৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৭০০ টাকা।
নর্মাল ও মাইক্রোট ডুয়াল সিমের এই ফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি ডাব্লুভিজিএ ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ফ্ল্যাস-সহ ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এছাড়াও এতে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, থ্রি-জি ব্যবহারের সুযোগ। তার পাশাপাশি রয়েছে ৮ জিবি ইন্টারনাল মেমরি। আর এক্সটারনাল মেমরি ৩২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।