News71.com
 Technology
 30 Jul 16, 01:29 PM
 869           
 0
 30 Jul 16, 01:29 PM

গোপনেই গাড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে অ্যাপল, কেমন হবে গাড়িটি জিজ্ঞাসা ভক্তদের?

গোপনেই গাড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে অ্যাপল, কেমন হবে গাড়িটি জিজ্ঞাসা ভক্তদের?

 

প্রযুক্তি ডেস্কঃ  বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন, আইপ্যাড কিংবা ম্যাক কম্পিউটার বিশ্বখ্যাত। কিন্তু তারা বেশ কিছুদিন ধরেই গাড়ি বানানোর জন্য গোপনে গবেষণা চালাচ্ছে বলে জানা গেছে। তবে অ্যাপল কখনোই পণ্যটি বাজারে না আসা পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করে না। আর এ কারণে প্রতিষ্ঠানটির অন্য সব প্রকল্পের মতো এ প্রকল্পটির কাজও চলছে অত্যন্ত গোপনে। ফলে অ্যাপল ভক্তদের এ বিষয়ে আগ্রহ থাকলেও তা নিরসনের জন্য বিভিন্ন সূত্রের ওপর নির্ভর করতে হচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

অ্যাপল কী ধরনের গাড়ি বানাচ্ছে? এ প্রশ্নে নানা সূত্রে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে, অ্যাপলের গাড়িটিও প্রযুক্তিগত দিক দিয়ে সাধারণ গাড়ি থেকে আলাদা। আর এ কারণে গাড়িটি পেট্রল কিংবা ডিজেলে চলবে না। এটি চলবে বৈদ্যুতিক শক্তিতে। অর্থাৎ গাড়িটি চালানোর আগে এতে সংরক্ষিত ব্যাটারি চার্জ করে নিতে হবে। আর সে শক্তিতেই চলবে অ্যাপলের বৈদ্যুতিক গাড়িটি।

বৈদ্যুতিক গাড়ি নির্মাণে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নির্মাতা টেসলা। সম্প্রতি টেসলার সিইও বিলিয়নেয়ার ইলন মাস্কও এ বিষয়টি জানিয়েছেন যে, অ্যাপল উচ্চাকাঙ্ক্ষী বৈদ্যুতিক গাড়ি বানাচ্ছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অ্যাপলের একটি গোপন পরীক্ষাগারে নিজস্ব ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি তৈরির কাজ চালাচ্ছে প্রতিষ্ঠানটির গবেষকেরা। অ্যাপলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, অ্যাপলের গাড়ি তৈরির প্রকল্পে যে গাড়িটি তৈরি হচ্ছে, তা অনেকটা মিনিভ্যান ধরনের। গাড়িটি নিয়ে বেশ কয়েক বছর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবে অ্যাপল। বৈদ্যুতিক এ গাড়িটিতে থাকবে ইন্টারনেটসহ নানা সুবিধা। এছাড়া যোগাযোগ বা নেভিগেশনের পাশাপাশি এ গাড়িতে আরও উন্নত সফটওয়্যার ও সেবা যুক্ত থাকবে।

প্রধানত হাইটেক প্রযুক্তিপণ্য তৈরির জন্য বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি। তবে সেখানকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে গাড়ি তৈরির আগ্রহ বাড়ছে। এর আগে সিলিকন ভ্যালি থেকে টেসলা বৈদ্যুতিক গাড়ি তৈরি শুরু করে। এবার সে ধারায় যুক্ত হয়েছে অ্যাপলও।

অ্যাপলের গাড়ি নির্মাণ বিষয়ে প্রথম গুজব ছড়ায় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। সে সময় ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করে যে, অ্যাপল কয়েকশ কর্মী নিয়োগ করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের উদ্দেশ্যে। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট টাইটান। এ প্রকল্পের আওতায়  গোপনে একটি পরীক্ষাগার তৈরি করেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয় কুপারটিনো থেকে কয়েক মাইল দূরে কয়েক শ কর্মী এই গোপন পরীক্ষাগারে কাজ করছেন।

অ্যাপলের বিভিন্ন পণ্য নির্মাণের অভিজ্ঞতা বিশ্লেষণে দেখা যায়, তারা সম্পূর্ণ পণ্য নিজেরা বানায় না। বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্ডার দিয়ে কঠোর মান নিয়ন্ত্ণের মাধ্যমে আইফোন, আইপ্যাডের মতো মানসম্মত পণ্য তৈরি করে। আর একই ধারা তারা বজায় রাখছে গাড়ি নির্মাণের ক্ষেত্রেও। এজন্য তারা বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে।

জার্মান একটি গোপন প্রতিবেদনে জানা যায়, অ্যাপলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা কিছুদিন আগে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন। বার্লিনে তারা গাড়ির গবেষণায় একটি গবেষণাগারও প্রতিষ্ঠা করেছেন। এমনকি অ্যাপলের সিইও টিম কুক ২০১৪ সালে জার্মানিতে গাড়ি নির্মাতা বিএমডাব্লিউয়ের হেডকোয়ার্টার ও তাদের আইথ্রি বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ফ্যাক্টরি পরিদর্শন করেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে গাড়ি তৈরির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে একটি কারখানা কমপ্লেক্সও নির্মাণ করছে অ্যাপল। তবে গাড়ি তৈরির ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে গেলেও তা এখনই বাজারে আসবে না। সবকিছু ঠিক থাকলে ২০১৯ বা ২০২০ সালে বাজারে আসবে অ্যাপলের যুগান্তকারী বৈদ্যুতিক গাড়িটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন