প্রযুক্তি ডেস্ক: গত বছর স্মার্টঘড়ি 'গিয়ার এস২' ও 'গিয়ার এস২ ক্লাসিক' বাজারে আনে স্যামসাং। কিন্তু এবার শিগগিরই 'গিয়ার এস৩' বাজারে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য জায়ান্ট প্রতিষ্ঠানটি।
জানা গেছে, গিয়ার এস৩ এর ডিসপ্লে ও বেজেল গিয়ার এস২ এর মতোই থাকবে। কিন্তু এর ডিজাইনে নতুনত্ব আনা হবে। গত বছর 'আইএফএ'তে গ্যালাক্সি নোট ৫ ও গ্যালাক্সি এস৬ এজ প্লাসের পাশাপাশি গিয়ার এস২ প্রদর্শন করে স্যামসাং। এবারও ২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া 'আইএফএ'তে অন্যান্য ডিভাইসের পাশাপাশি গিয়ার এস৩ উন্মোচন করা হতে পারে বলেই ভাবা হচ্ছে।